Brother Wab BD

NATIVE VIDEO ADS ON WECHAT MOMENTS – AXIS Media Hong Kong

রোজ খালিপেটে ভেজা কিশমিশ খেলেই শরীর দূষণমুক্ত


শুকনো কিশমিশ খাওয়ার বদলে ভিজিয়ে খেলে উপকারি বেশি। কিশমিশ ভেজানো জল রক্ত ​​পরিষ্কার করতে সাহায্য করে।


রোজ খালিপেটে ভেজা কিশমিশ খেলেই শরীর দূষণমুক্ত  রাতে ভিজিয়ে সকালে খান কিশমিশ

হাইলাইট

  1. রাতে কিশমিশ ভিজিয়ে সকালে খেলে প্রচুর উপকার
  2. হজম হয় দ্রুত কোষ্ঠকাঠিন্য কমে
  3. জেনে নিন কত উপকারি কিশমিশ
আপনি কি ভেজানো কিশমিশের (Soaked Raisins) উপকারিতা সম্পর্কে জানেন? কিশমিশ শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিশমিশ খাওয়ার বদলে ভিজিয়ে খেলে উপকারি বেশি। কিশমিশ ভেজানো জল রক্ত ​​পরিষ্কার করতে সাহায্য করে। রোজ কিশমিশের জল খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া, কিশমিশ হৃদয় ভালো রাখে। নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিশমিশে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে। আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা সহজে রোগমুক্তির কারণ। আর আছে প্রচুর আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার।

দেরিতে সন্তান নেয়ার সিদ্ধান্তে ইসলাম কী বলছে?

Post a Comment

0 Comments